দীঘিনালায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

8

॥ মো: সোহেল রানা দীঘিনালা ॥
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্য ধারন করে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
রোববার (১৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালায় ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে কবাখালী ইউনিয়ন পরিষদের কর্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কবাখালী বাজার ঘুরে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড ইউপি মেম্বার অমিয় চাকমা সঞ্চালনায় চেয়ারমান নলেজ চাকমা সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ৭নং ইউপি সদস্য মো: শফিকুল ইসলাম, ইউপি সচিব জগদিস চাকমা প্রমূখ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, সাংবাদিক মো:সোহেল রানা, কবাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আব্দুল হান্নানসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগনের সেবা, জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজ করছে। এবছর থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন শুরু হলো। প্রতি বছর দিবসটি পালন করা হবে।