॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্তেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি উপস্থিত থেকে মতবিনিময় করেন বান্দরবান জেলা প্রশাসক মো. শাহ্ মোজাহিদ উদ্দিন।
মতবিনিময় সভায় রোয়াংছড়ি কলেজের সিনিয়র প্রভাষক উহাইসিং মারমা সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নির্বাহী কমিশনার রাজিব, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা প্রশাসক মো. শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী জনস্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতিমধ্যে সকল জনসাধারণে সুবিধার্থে পেনশনের কার্যক্রম চালু করেছেন। এ কার্যক্রমকে ব্যাপক প্রচারে পরামর্শে প্রদান করেন। এসময় উপজেলা আইনশৃঙ্খলার পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম বিষয়ে নিয়ে খোঁজ নেন জেলা প্রশাসক।