॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অপর বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের উপর হঠাৎ উল্টে গেল একটি যাত্রিবাহী বাস। এতে বাসে থাকা অন্তত ৮জন যাত্রী কমবেশী আহত হয়। সড়কের উপর উল্টে পড়া বাসটি সরাতে না পারায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় খাগড়াছড়িগামী একটি শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস ওভারটেকিং করার সময় লোকাল বাসটি সড়কে হঠাৎ উল্টে যায়। এতে লোকাল বাসের থাকা অন্তত ৮ জন যাত্রী কম-বেশি আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
মানিকছড়ি হাসপাতালের চিকিৎসক ডা. মহিউদ্দীন জানান, গুরুতর আহত মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকার সাহেরা খাতুনকে (৬৫) চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে ও অন্য ৭/৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সড়কের ওপর উল্টে যাওয়া লোকাল বাস চট্টমেট্টো-জ ১১-০১৮৫ দুই ঘণ্টার অধিক সময় সড়কে পড়ে থাকায় সড়কের দু’পাশ শতাধিক যানবাহন আটকা পড়ে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই বাসের ওভারটেকিং করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি হঠাৎ সড়কে উল্টে যায়। এতে সড়কের দু’পাশে প্রচুর গাড়ি আটকা পড়ে যায়। বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।