॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের প্রবীণ ব্যবসায়ী স্বর্গীয় রায়মোহন বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি কামনায় ষান্মাসিক অষ্টপরিষ্কার সহ মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্বর্গীয় রায়মোহন বড়ুয়া’র পুত্র বেশান্ত বড়ুয়া, চৌধুরী প্রকাশ বড়ুয়া, চন্দন বড়ুয়া সহ পরিবারবর্গের আয়োজনে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এই ষান্মাসিক অষ্টপরিষ্কার সহ মহা সংঘদান এবং উপোসথ বৃন্দসহ জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়।
ষান্মাসিক অষ্টপরিষ্কার সহ মহা সংঘদানে শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি মহাথের, মছদিয়া জ্ঞানবিকাশ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত এস ধর্ম্মতিলোক থের (এম. এ), বান্দরবান পরাহিতা বৌদ্ধ অনাথালয় আশ্রমের পরিচালক ভদন্ত উ. তিক্ষেইন্দ্রিয়া থের, প্রান্তিকলেক অনাথালয় আশ্রেেমর পরিচালক ভদন্ত বি. শান্তমিত্র ভিক্ষু, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত পরমানন্দ ভিক্ষু সহ বিভিন্ন বিহারের বিহারাধ্যক্ষরা।
এসময় সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেশান্ত বড়ুয়া, পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সহ-সভাপতি সম্পদ বড়ুয়া, মদন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া, অর্থ সম্পাদক রুপন কুমার বড়ুয়া, ভান্ডার রক্ষক সম্পাদক নিপু বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়া, বিপ্লব বড়ুয়া মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন, সমাজ কল্যাণ সম্পাদক দেবাশীষ বড়ুয়াসহ দায়ক-দায়িকাবৃন্দরা উপস্থিত ছিলেন।