ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

26

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্থ’ পরিবারের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখায় গরীব ও অসহায়দের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।
এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল কান্তি দাশসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা বিভিন্ন সময়ে গরীব ও অসহায়দের অতীতে অনেক সাহায্য সহযোগীতা করেছে। এসময় প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে আহবান জানান।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত ৫০পরিবারকে চাউল, মসুর ডাল, সয়াবিন তেল, লবন, আলু, পিয়াঁজসহ নানা ধরণের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।