॥ লংগদু প্রতিনিধি ॥
”বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে লংগদু থানা প্রশাসনের উদ্যোগে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাল্যব্বিাহের কুফল, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন।
বক্তব্যে ওসি ইকবাল উদ্দিন বলেন, ববাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতনকে কোন রকম সুযোগ দেওয়া হবেনা। আজকে যারা ছাত্র ছাত্রী রয়েছো তোমাদেরই এসব বিষয় প্রতিহত করতে হবে এবং নিজেকে সচেতন হতে হবে, নিজেদের পরিবারের লোকজনকে সচেতন করতে হবে। শিক্ষিত নয় সু-শিক্ষায় জাতি গঠন করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সমাজে বড় সমস্যা হচ্ছে সচেতনতা কম, যার ফলে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল থেকে নিয়ে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে, এতে করে অল্প বয়সে মেয়েটি মা হয়ে যাচ্ছে। এতে করে আবার অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। আমরা সবাই যদি সচেতন হই তাহলে সমাজ থেকে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং এবাং নারী ও শিশু নির্যাতনের মত কমে আসবে। আগামীতে লংগদু থানা পুলিশের পক্ষ হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদ রেজা, লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এনামুল হক, উপজেলা বিআরডিবি কার্যালয়ের মাঠ পরিদর্শক মন্টু বশাক ও বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।