॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার অবস্থিত ছোট বড় সকল বাজার গুলিতে সকল ব্যবসায়ীদের পন্যের মূল্য টাংঙানো রাখা নির্দেশ দিল প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে রাখা থেকে ও সতর্ক করলেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালের ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবসায়ীদের এ সতর্ক বার্তা পৌছাই দিয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ২টি খাওয়ার হোটেলের মোট ৫ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতিক কালে ভারী বর্ষনের আবকস্মিক বন্যায় অভ্যন্তরীন ও জেলা সদরে সাথে সড়ক গুলি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিুন্ন হয়ে পড়ে। সড়কের সংস্কারের কাজ চলমান থাকায় অজুহাতের বাজার দ্রব্যমূল্য আকাশ ছোয়া উর্ধগতি পাহাড়ে অসহায় হতদরিদ্রদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাওয়া এবং হোটেল রেস্টুরেন্ট গুলিতে অস্বাস্থ্যকর পরিবেশের রান্না করা খাদ্য সামগ্রী দেদারসে বিক্রি অভিযোগের বান্দরবানে থানচি বাজারে আকস্মিক ভ্রাম্যমান আদালত হাজির হয়ে থানচি ভাতঘর মালিক জয়নাল আবেদীন, শিলাবৃস্টি রেস্টুরেন্ট মালিক মাইনুদ্দিন হাসান (২৬)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোট ৫ হাজার টাকা জড়িমানাসহ আনাদায়ের ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড করা হয়েছে। এছাড়া মাছ, মাংস, মুদি, ঔষুধ ফার্মেসী দোকান গুলিকে ও মূল্য তালিকা টাংঙানো রাখা বাধ্যবাধতা সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিসট্রেট সেটু কুমার বড়ুয়া, অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক উপস্থিত ছিলেন।