বিলাইছড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও সিফাত উদ্দিন

68

॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়িতে উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিফাত উদ্দিন।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এঁর নিজ কার্যালয়ে মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং অর্থ সম্পাদক অসীম চাকমা।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিফাত উদ্দিন বলেন, বিলাইছড়ি উপজেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং আইন-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংবাদকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রশাসন ও সংবাদকর্মীরা যদি একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করি তা হলে এলাকার উন্নয়নের চিত্র পাল্টে যাবে। তাই এলাকার মানুষের কল্যাণে আমাদের সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এছাড়া মতবিনিময় সভায় ডিজিটাল বাংলাদেশ গড়তে-কলেজ স্থাপন ও চালু, শিক্ষা, যোগাযোগ, উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, চিকিৎসা সেবা উন্নয়ন, দুর্নীতি, অনিয়ম এবং সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা ও মতবিনিময় হয়।