বান্দরবানের পানি নিষ্কাশন ও পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে-পার্বত্য সচিব

121

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সাম্প্রতিক বন্যায় বান্দরবানের বিভিন্ন ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময় সভা করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, পরিষদের কর্মকর্তা ও সরকারী বিভিন্ন ন্যস্ত বিভাগের উর্দতন কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মশিউর রহমান এনডিসি বলেন, পার্বত্য অঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা দূরীকরণে বিজ্ঞানসম্মত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, বান্দরবানের পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান, সিভিল সার্জন ডাঃ মো. মাহবুবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অংচালু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খানসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।