আইন শৃঙ্খলা সুরক্ষা ও সামাজিক উন্নয়নে কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক মতবিনিময় সভা

116

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা সুরক্ষা এবং সামাজিক উন্নয়ন ও সকলের সাথে ভ্রাত্ববোধ সুদুঢ় রাখতে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে বিনোদন কেন্দ্র জুম রেস্তোঁরায় গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪১ বিজিবির নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল আমির হোসেন মোল¬া।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং এবং ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী। কাপ্তাই ব্যাটালিয়নের বিভিন্ন জনহিতকর কার্যক্রম ও সার্বিক আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয় তুলে ধরে সভায় বক্তব্য রাখেন ভায্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপ্তাই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ সুষ্মিত শোভন দাশ।
সভাপতির বক্তব্যে ৪১ বিজিবির বিদায়ী অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ বলেন, তিনি দায়িত্বপালনকালে রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য, রাঙ্গামাটি জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ সর্বস্তরের জনগণ তাঁকে সহযোগিতা করেন।
মতবিনিময় সভার প্রধান অতিথি এবং ৪১ বিজিবির নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল আমির হোসেন মোল¬া বলেন, কাপ্তাই উপজেলাসহ ব্যাটালিয়নের আওতাধীন এলাকার সার্বিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা সুরক্ষায় তিনি সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। এব্যাপারে তিনি সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন। যে কোন প্রয়োজনে স্থানীয় সর্বস্তরের জনগণ সবসময় ৪১ বিজিবিকে পাশে পাবে বলেও তিনি জানান।