॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচর উপজেলায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেই সাথে উপজেলায় নতুন অফিস উদ্বোধন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বাজার প্রাঙ্গনে একটি র্যালী ও দলীয় কার্যলয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন,আওয়ামীলীগ সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অসহায় হয়ে পড়েছে, দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, গণতন্ত্রকে পুনঃউদ্ধার করতে আন্দোলনের বিকল্প নেই, তাই সকল নেতাকর্মীকে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা করে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করতে সকল নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ তুতি মিয়া, সাধারন সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সানাউল্লাহ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ, ছাত্রদলের আহবায়ক মো: হাসান মল্লিক, উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস বেগম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।