জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী পেশাজীবী লীগের আলোচনা সভা

77

॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ১০টায় জেলা আওয়ামী পেশাজীবী লীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা পেশাজীবী লীগের সভাপতি মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো: হাবিবুর রহমান, মো: রফিকুল মাওলা, আওয়ামী পেশাজীবী লীগের উপদেষ্টা প্রাক্তন সিভিল সার্জন ডা: সুপ্রিয় বড়ুয়া, সহ সভাপতি প্রাক্তন শিক্ষক স্বপন কুমার দাশ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হক বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।