রাঙ্গামাটিতে শেখ কামাল আন্ত.স্কুল হ্যান্ডবল ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

6

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আন্ত:স্কুল হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
টুর্নামেন্টে বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতায় বিভিন্ন উচ্চবিদ্যালয়ের চারটি দল অংশ নেয়। ফাইনালে বন্ধুকভাঙ্গা উচ্চবিদ্যালয় ৯-০গোলের ব্যবধানে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে দাবা প্রতিযোগিতায় বিভিন্ন উচ্চবিদ্যালয়ের ২০জন বালক-বালিকা অংশ নেয়। এতে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় রাজদীপ দেওয়ান এবং রার্নারআপ হয় কেলাস চাকমা। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় পূর্ণতা চাকমা এবং রার্নারআপ হয় দিবাশ্রী চাকমা।
রাঙ্গামাটি সদর উপজেলার ভূমি কর্মকর্তা উম্মে মুসলিমা এর সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, পুরুষ ভাইস চেয়ারম্যান দূর্গেশ^র চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম এবং রাঙ্গামাটি সদর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।