॥ থানচি প্রতিনিধি ॥
ভারী বর্ষন টানা ৪দিন ব্যাপী বৃষ্টিপাত ও সাংগু নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়া প্রতিবছরের ন্যায় চলতব মৌসুমে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু রেমাক্রী ইউনিয়নের নৌপথে ঝুকিপুর্ন মনে করর পর্ডটকদের ভ্রমনের উপর সাময়িকভাবে নিরুদসাহিত করা হয়েছে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে বান্দরবানে থানচি উপজেলার পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ভ্রমনে সাময়িক নিরুদশাহী করেছে উপজেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাংগু নদীর পানির প্রবাহ কমে যাওয়ার পর্যন্ত সকল নৌ পথের চলাচল ও পর্যটকদের জন্য এই নিরুদসাহিত বলবৎ থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ৩-৪ দিন ভারী বৃষ্টিপাতে কারণে রেমাক্রী তিন্দু থেকে ধেয়ে আসছে পানি। তিন্দু বড় পাথর এলাকায় ভারী বৃষ্টিতে বন্যা আশংঙ্কায় নৌ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়েছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা: আবুল মনসুর সাংবাদিকদের বলেন, আবহাওয়া জনিত কারনে জানমালের ক্ষতি হতে পারে ধারনা করে সাংগু নদীর নৌ পথে চলাচল ও পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমনে প্রশাসনের সাময়িক কালের জন্য নিরুদসাহিত করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যা ও বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে।