কি পেলাম নয়, কি দিলাম ভাবতে হবে; চারা শক্ত মাটিতে হয়না, নরম মাটিতে হয়-জেলা প্রশাসক

117

দীলিপ কুমার দাশ, বাঘাইছড়িঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি , হেডম্যান কারবারি, শিক্ষক মন্ডলী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।
মঙ্গলবার (১ আগষ্ট) সকালে তাঁর শুভাগমনে তাঁকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুর্দশন চাকমা, নির্বাহী অফিসার রুমানা আক্তার ও পৌর মেয়র জমির হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রশাসনিক কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে জেলা প্রশাসক, ভূমি হীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন, প্রশাসনিক ভবনের সামনে ও আশ্রায়ন প্রকল্পসহ পৌরসভার আয়োজনে চৌমুহনী রাস্তার পাশে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হলে স্থানীয় নেতৃবৃন্দরাসহ সরকারী কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকারা জেলা প্রশাসককে পৃথক পৃথক ভবে ফুলেল শুভেচ্ছা জানান এবং বক্তব্য, বাঘাইছড়িবাসীর সুখ দুঃখ ও সম্ভাবনার কথা জানান।
জেলা প্রশাসক বলেন, বাঘাইছড়ি বাসীর প্রতি আমি কৃতজ্ঞ। বাঘাইছড়ি বাসী জানেন, একজন মানুষকে কি ভাবে সম্মান দেখাতে হয়। বাঘাইছড়ি দেশের সর্ববিহৎ উপজেলা। এই উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। বাঘাইছড়ি-নানিয়ারচর ভায়া রাঙ্গামাটি রাস্তা নির্মানসহ প্রয়োজনীয় সকল সম্ভাবনা কাজে লাগাতে যা যা প্রয়োজন, একজন জেলা প্রশাসক হিসেবে আমি করে যাব।
তিনি আরো বলেন, কার্যক্ষেত্রে কি পেলাম বড় কথা নয়-কি দিলাম ভাবতে হবে। শক্ত মাটিতে চারা রোপন নয়- নরম মাটিতেই রোপন করতে হবে। এছাড়াও দেশ ও দেশবাসীর স্বার্থে শিশু থেকে সবার জন্য মেধা বিকাশে প্রয়োজনীয় ভূমিকা শিক্ষক মন্ডলীসহ সংশ্লিষ্টদের পালনসহ দেশ প্রেমে নিজেদের উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। এসময় সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।