লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই-চেয়ারম্যান সুদর্শন চাকমা

81

॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম, তার কোন বিকল্প নেই। এব্যাপারে শিক্ষক-অভিবাবকদের ভূমিকার প্রতিও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষক-অভিবাবক ও মুরব্বীজনদের প্রয়োজনীয় সম্মান প্রদর্শনের জন্য খেলোয়াড়সহ উপস্হিত শিক্ষার্থীদের পরামর্শ দেন।
সোমবার (৩১ জুলাই) বিকেলে বাঘাইছড়ি উপজেলা সদর মাঠে উপজেলা নির্বাহী অফিসার রুমানা অক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কাইয়ুম, সহকারি কমিশনার ভূমি মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দীলিপ কুমার দাশ ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেনসহ টুর্ণামেন্টের আয়োজক উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন। অনুষ্টিত টুর্ণামেন্টে অন্যান্যের মধ্যে খেলায় সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বালক দলে কচুছড়ি সঃ প্রাঃ বিকে ১-০ গোলে পরাজিত করে উলুছড়া সঃ প্রাঃ বিদ্যালয় বিজয়ী হয়েছে। বালিকা দলে রুপালী সঃ প্রাঃ বিঃ কে ২-০ গোলে পরাজিত করে তুলাবান সঃ প্রাঃবিঃ বিজয়ী হয়েছে।
এবারের টুর্ণামেন্টে উপজেলা ও পৌরসভার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮টি বালক-বালিকা দল অংশগ্রহন করেছে। দিনব্যাপী খেলা পরিচালনা করেছেন, প্রধান রেফারী মোঃ মাসুম, সহকারী রেফারি মিধুন চাকমা ও ইব্রাহিম মিয়া।