॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় দৈনিক আজকের পত্রিকার ২বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে শহরের নিউ মার্কেট থেকে রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির কার্যালয় পর্যন্ত এক র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকসুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, এ্যাডভোকেট সুম্মিতা দেওয়ান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিমেল চাকমা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পার্বত্য এলাকার মানুষদের জীবনমান উন্নয়নে আজকের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা কামনা করেন।