বাঘাইছড়িতে দীপংকর তালুকদার এমপির পক্ষ হতে স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের মাঝে সুষম খাদ্য বিতরণ

120

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়িতে বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা শাখা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি’র পক্ষ হতে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অসুস্থ রোগীদের মাঝে সুষম খাদ্য বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবময় ২৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অসুস্থ রোগীদের মাঝে এসব সুষম খাদ্য বিতরণের উদ্বোধন করেছেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কর্মসূচির প্রধান অতিথি দীলিপ কুমার দাশ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ জমির হোসেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডাঃ অরবিন্দু চাকমা।
আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছের হোসাইন ও সাধারন সম্পাদক মোঃ আব্দূল্লা আল নোমান। এসময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরাসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
খাদ্য বিতরণকালে বক্তারা সকলে অসুস্থ রোগীদের মাঝে সুষম খাদ্য বিতরণে সহায়তাদানের জন্য এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা পালনে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি’র ভূয়শী প্রশংসা করেন।