॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যাগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালের দিকে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যাগে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদান, শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি।
এসময় দুটি ধর্মীয় প্রতিষ্ঠান, বেগম চন্দন নূর হিফজখানা ও এতিমখানা, ১০ হাজার টাকা রুইলুই পাড়া গির্জা’র প্রতিনিধিদের হাতে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান তুলেদেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর (বিএম) মো. ইমরোজ মুনিরসহ রিজিয়নের সাময়িক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে চিকিৎসা জন্য মোহাম্মদ সোলায়মান আলমকে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের লাইব্রেরির জন্য প্রধান শিক্ষিকা রুশদীনা আখতার জাহান’র নিকট বই বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহ্তাশিম হায়দার চৌধুরী এএফডব্লিউসি, পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।