॥ নিজস্ব প্রতিবেদক ॥
নানিয়ারচর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালক পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা আকবরি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করে।
বালিকা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়েছে বাজেছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে মংখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
খেলায় বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র কুমার চাকমা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড়-লাকি চাকমা বাজেছড়া সরকার বিদ্যালয়, শ্রেষ্ঠ খেলোয়াড়-মোঃ শাহজামাল নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ গোলরক্ষক-সুজন চাকমা আকবরি গ্রাম, গোলরক্ষক-কোকিলা চাকমা মংখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Home খেলার সংবাদ নানিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক...