নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবর (২৮ জুন) সকাল ১১টায় গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুরানী গুর্খার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক বরুন প্রসাদ নেওয়ার, সহ সাধারণ সম্পাদক মঙ্গল বাহাদুর ছেত্রী, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর, দপ্তর সম্পাদক অপু শ্রীং লেপচা, অর্থ সম্পাদক পংকজ বাহাদুর, কার্যকরি সদস্য অজিত বাহাদুর কেনি প্রমুখ।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যের ধারাবাহিকতায় গুর্খা কল্যাণ ফাউন্ডেশনকে ১লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য যে, ইতিপূর্বে অত্র সংগঠন কোন প্রতিষ্ঠান বা সংস্থা হতে কখনো কোন প্রকার আর্থিক সাহায্য/অনুদান/দান প্রাপ্ত হয় নাই। গুর্খা সম্প্রদায়ের লোকজন দারিদ্র সীমার নীচে বসবাস করার পরও নিজেদের বিপদ-আপদে নিজেরাই আর্থিক/কায়িক/মানসিক ভাবে যে যেভাবে পারেন পরস্পরকে সাহায্য সহযোগিতা করে আসছেন।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের টাকা সোনালী ব্যাংক নিউ কোর্ড বিল্ডিং শাখায় জমা করার জন্য গুর্খা কল্যাণ ফাউন্ডেশন এর নামে একটি সঞ্চয়ী হিসাব খোলার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় রাঙ্গামাটিতে গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের দাপ্তরিক ও নানবিধ কার্যসম্পাদনের জন্য একটি স্থায়ী দপ্তরের প্রয়েজানীয়তার বিষয়ে সকলে গুরুত্ব আরোপ করেন। এই লক্ষ্যে রাঙ্গামাটি শহরে একটি উপযুক্ত জমি খোঁজ নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।