নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-গত ২৮ জুন রাঙ্গামাটি সদরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি রাঙ্গামাটি সদরস্থ বনরুপা এলাকা হতে রাঙ্গাপানির উদ্দেশ্যে যাত্রা শুরু করার রাঙ্গাপানি এলাকার কাছাকাছি পৌঁছালে শোভাযাত্রায় অংশগ্রহণরত জনৈক তোইসা মনি নামক একটি ছোট বাচ্চা শিশুর পাঁ অসাবধানবসত পিকআপ ভ্যানের চাকার নিচে চলে যায়। এতে বাচ্চা শিশুটি গুরুতর আহত হয়। এমতাবস্থায় গুরতর আহত বাচ্চা শিশুটিকে হাসপাতালে নেওয়ার জন্য দ্রুত এগিয়ে আসেন ট্রাফিক পুলিশের সদস্য কনস্টেবল নুরুল আলম।
শোভাযাত্রার ফলে সৃষ্ট যানজটের কারনে ট্রাফিক পুলিশ সদস্য নুরুল আলম সিএনজি যোগে বাচ্চাটিকে হাসপাতালে নেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে কোন উপায়ান্তর না দেখে পুলিশ সদস্য নুরুল আলম আহত শিশু বাচ্চাটিকে তার (পুরাতন ট্রাফিকের সাদা হাতা) দিয়ে নিজের শরীরের সাথে বেঁধে মোটর সাইকেলে ভিআইপি হর্ন বাজিয়ে দ্রুত সময়ের মধ্যে শিশু বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন।
উক্ত ঘটনায় আহত শিশুটির পরিবার পুলিশ সদস্য নুরুল আলম সহ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।