খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-আযহা উদযাপন

75

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীের্যের মধ্যদিয়ে বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের মধ্যদিয়ে ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় খাগড়াছড়ি পৌরসভা ঈদগাহ মাঠে এ ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়। এদিন ঈদের নামাজের ইমামতি করেন, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওয়ালানা সালাউদ্দিন। এছাড়া শহরের বিভিন্ন মসজিদে ঈদ-উল-আযহা নামাজ আদায় করে মুসল্লিরা।
এ দিন নামাজ আদায় করেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ হাজার হাজার মুসল্লিরা নামাজে অংশ নেন।
এ দিন নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে পশু কোরবানি করে থাকেন। কোরবানীর মাংস দরিদ্রদের মধ্যে বণ্টনসহ আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে যেতে দেখা যায়।