রাঙ্গামাটিতে সাফ জয়ী গোলরক্ষক রূপনাকে নিয়ে নাটক মঞ্চস্থ

30

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমাকে নিয়ে মঞ্চস্থ হলো নাটক ‘দুরন্ত রূপনা’।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকজুড়ে পাহাড়ের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রূপনা কীভাবে দুরন্ত রূপনা হয়ে ওঠেন তারই প্রতিচ্ছবি তুলে ধরা হয়। জন্মের পর বাবাকে হারানো রূপনার দরিদ্রতাকে জয় করে বিদেশের মাটিতে খেলে দেশের জন্য গৌরব ছিনিয়ে আনার বিষয়টিও উঠে আসে নাটকে।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক সোহেল রানা। নাটকে অভিনয় করেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য দলের শিল্পীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সুনিল কান্তি দে, বাংলাদেশ বেতার রাঙ্গামাটি আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক কর্মকর্তা মো. সেলিম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা।