সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-রাঙ্গামাটির বিলাইছড়িতে এক বিরল প্রজাতির প্রানীর সন্ধান অরণ্যের পাশে লোকালয়ে পাওয়া গেছে।
বুধবার (৭ জুন) প্রীতিময় চাকমা নামে ফেইসবুক আইডি থেকে শেয়ার করলে ভাইরাল হয় এই প্রাণীটি। প্রাণীটি হাতে ও পায়ে মানুষের মত ৫টি করে আঙ্গুল রয়েছে, তবে লেজ নেই। ওজনও বেশি নয়। পাকা আম খেতে পছন্দ করে। এলাকাবাসীর ধারণা অন্যান্য ফলমূলও খেতে পারে।
এব্যাপারে তাৎক্ষণিকভাবে প্রাণী সম্পদ অফিস ও বন বিভাগের কারো সঙ্গে যোগাযোগের সম্ভব হয়নি। এখনো এলাকার বাসিন্দারা কেউ চিনতে পারে নি। তবে অনেকে বলছেন লজ্জাবতী বানরের বাচ্চা হতে পারে।
বিরল প্রজাতির এই প্রানীটি ২নং কেংড়াছড়ি ইউনিয়নে ডেবাছড়ি গ্রামে জুয়েল চাকমা নামে এক ব্যক্তির হাতে ধরা পড়ে। তবে তারা জানান, প্রাণীটির নাম না জানলেও, নিরীহ এই প্রণীটি বনে ছেড়ে নিবেন বলেও জানা গেছে।