রাঙ্গামাটিতে মাদক মুক্ত প্রত্যয় নিয়ে বলাকা ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু

120

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-এসো বন্ধু ফুটবল খেলি মাদক মুক্ত সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে রাঙ্গামাটির গর্জনতলির বলাকা ক্লাব।
মঙ্গলবার (৬ জুন) বিকাল থেকে শহরের গর্জনতলির মধ্যদ্বীপ মাঠে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্টটি।
শহরের গর্জনতলি ওলাকার বসুন্ধরা একাদশ ক্লাব ও স্বপ্না স্মৃতি একাদশ মধ্যে উদ্বোধন ম্যাচটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় স্বপ্না স্মৃতি একাদশকে ০-১ গোলে পরাজিত করে বসুন্ধরা একাদশ।
উদ্বোধনী ম্যাচে বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌর কাউন্সিলর জামাল উদ্দীন। এ সময় বলাকা ক্লাবের উপদেষ্টা দিব্য কুমার ত্রিপুরা, সাধারন সম্পাদক মিঠুন মারমা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে পৌর কাউন্সিলর জামাল উদ্দীন বলেন, তরুণ প্রজন্মের পরিপূর্ণ ভাবে বেড়ে ওঠতে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে উৎসাহ ও সময় দিয়ে তাদের পাশে থাকতে হবে।
তিনি আরো বলেন, যেহেতু মাদকমুক্ত সমাজই আমাদের সবার কাম্য। তাই আসুন, মাদকমুক্ত জীবন গড়ি। মাদক ও বিভিন্ন ধরনের নেশা পরিহার করে সামাজিক সব অবক্ষয় ও নানাবিদ মরণব্যাধি থেকে দেশ ও জাতির আত্মরক্ষায় দেশের প্রতিটি মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রসাশন এক সঙ্গে এর ভয়াবহতা ও কুফল সর্বত্র তুলে ধরি। মাদকমুক্ত সুন্দর ও শান্তিময় সমাজ বিনির্মান করি।
বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা বলেন, যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতি বছর এই ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, মাদক এখন ফ্যাশনের মতো হয়ে গেছে! আগে এর বিচরণ শহরে ছিল এখন বিচরণ প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। যে কোনো পরিবার এবং সমাজের জন্য মাদকসক্ত ব্যক্তি হুমকি স্বরূপ। সুতরাং আগে থেকেই পারিবারিক ভাবে আমাদের সন্তানদের খেয়াল নিতে হবে।
৭ জুন বুধবার বিকেলে লক্ষিনাথ স্মৃতি বনাম গরম পাটি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় গরম পাটি একাদশ ২ ও লক্ষিনাথ স্মৃতি একাদশ ২ গোল করে খেলা ড্র হয়।
পুরো ম্যাচটি পরিচালনা করেন রিউজি ত্রিপুরা।