নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, ওসি (তদন্ত) আনিছুর রহমানসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।