বিএনপি রাজনীতির নামে অপরাজনীতি করছে-অংসুইপ্রু চৌধুরী

25

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি রাজনীতির নামে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, বিএনপি যে রাজনীতি করছে তা দেশের মানুষ চায় না।
রবিবার (২৮ মে) সকালে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গামাটি সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রমেশ মারমার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: রফিকুল মাওলা, জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, কেন্ত্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: রফিক আহমদ তালুকদার, অর্থ সম্পাদক মো: ছলিম উল্ল্যাহ সেলিম, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য মো: আবু তৈয়ব, সদর থানা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, সাধারন সম্পাদা সুখময় চাকমা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহাজাহান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল করিম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিলো। আওয়ামী লীগ দেশের ক্ষমতায় থাকলে ভবিষ্যতে ও সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে থাকবে।
পরে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি রমেশ মার্মা’ ও মো. আরিফ উদ্দিনকে রাঙ্গামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়। তাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠন করার নির্দেশ প্রদান করা হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।