বান্দরবানে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

37

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-“গর্ভকালে চারবার সেবা গ্রহন করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস।
রবিবার (২৮ মে) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে জি এস এম কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম (সীমান্তিক) এর সহযোগীতায় ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়।
এসময় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ ভানু মারমা এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মারমা, জি এস এম কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম (সীমান্তিক) এর উপজেলা সুপার ভাইজার জনি কান্তি সুশীল সহ স্বাস্থ্যকর্মীরা।
সভায় বক্তারা, গর্ভবতী মায়েদের গর্ভকালে চারবার সেবা গ্রহন করা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কেন্দ্রে সেবা নেওয়া আহবান জানান।