দীঘিনালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

20

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালা সাংস্কৃতি অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরন হয়েছে।
রবিবার (২৮মে) রবিবার সকাল ১০টায় সারাদেশে ন্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রচার অনুষ্ঠান শ্রবন করা পর দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালা সাংস্কৃতি অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তকর্তা ডা. তনয় তালুকদার, দীঘিনালা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা প্রাথমিক শিক্ষা অফিসার হ্যাপি চাকমা, মুত্তিযোদ্ধা কমান্ডার মো: এনামুল হক চৌধুরী প্রমূখ। পুরস্কার বিতরন শেষে স্থানীয় নৃত্য শিল্পিদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।