রাবিপ্রবিতে সি ইউনিদের পরীক্ষার্থীদের পাশে রাবিপ্রবি ছাত্রলীগ

279

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার (২৭ মে) “সি” ইউনিটের (জিএসটি) গুচ্ছভুক্ত সমন্বিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩টি কেন্দ্রে মোট ৩ হাজার ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন৷
এ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)’র শাখা ছাত্রলীগের উদ্যোগে ও কেন্দ্রীয় ছাত্রলীগ এবং স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা হাজী মোহাম্মদ মুছা মাতব্বর এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২য় এবং ৩য় ব্যাচের আকিব মাহমুদ হাসান, রিয়াদ তালুকদার, মহিউদ্দিন মুন্না, বিজয় নিশান, আরফান উদ্দিন, মিজানুর রহমান, আহমেদ রেজা আরিফ, মং মং চাক, পাংগু চাকমা, শিহাব উদ্দিন, রবিউল ইসলাম ৪র্থ ব্যাচের হাসু দেওয়ান, মিলিন্দ চাকমা, ধ্রুব দাশ, মাহমুদুল হাসান, সুমন দাশ, মিশর চাকমা, আইজ্যাক, বাহাউদ্দীন ময়ুখ, হিরোডিটাস চাকমা, সাদমান সাদিক, আকবর হামিদ তালুকদার, মুন্না দেওয়ান, অনিমেষ সিনহা, ৫ম ব্যাচের সাকলাইন হাসান, চেনাব দেওয়ান,রিদুয়ান রহমান, সাইনথোয়াই মারমা, সুফল চাকমা, সাদমান শাহরার, রাশেদুজ্জামান, সৈকত বৈদ্য, ইমন, ফাহিম, শ্রেষ্ঠ ত্রিপুরা, তমাল দেবনাথ, ৬ষ্ঠ ব্যাচের জাহাঙ্গীর আলম অপু, অর্নব মল্লিক পার্থ,অন্তু কান্তি দে, মনিবিলাশ ত্রিপুরা, সাদ্দাম হোসেন, সুলেমান বাদশা, মোহাম্মদ গিয়াস, শরিফুল ইসলাম, মিনহাজুল আবেদিন, সাকিব চৌধরী নয়ন, নেয়নাং রাখাইন, ক্যাওলাচিং মারমা, ৭ম ব্যাচের রাফিন আশরাফি রোহান, সৌতিক বিশ্বাস, আবির হাসান, সাইফুল ইসলাম সাইফ, আয়াতুল্লা বাবু আখতারুজ্জামান অপু, রাজিন চোধুরী, অর্জুন মন্ডল তনু খলিলুর রহমান, মিশকাত, জ্যাকসন মারমা, কল্যান চাকমা, অমিয় দত্ত এবং ৮ম ব্যাচের তুর্য্য দেওয়ানজি, সলিম উল্লাহ, তারেকুল ইসলাম, সীমান্ত দে, সামশুদ্দোহা উৎস, মোহাম্মদ সাইদ, মোস্তাকিন এলাহী এবং অন্যান্য নেতৃবৃন্দরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য “তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র”র আওতায় নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই কর্মসূচির মধ্যে ছিলো: তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থাসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করেছে সংগঠনটি।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের অনুরোধে স্থানীয় বিভিন্ন কলেজ এর শিক্ষার্থীরাও রাঙ্গামাটির বিভিন্ন স্থানে, মোড়ে ভলান্টিয়ার এর দায়িত্ব পালন করে৷ ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির প্রশংসা করে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা বলেন ছাত্রলীগের এই আয়োজনে আমাদের অনেক উপকার হয়েছে৷ আমরা যারা দূর থেকে পরীক্ষা দিতে এসেছি তাদের থাকার ব্যাবস্থা, যাতায়াতের ব্যাবস্থাই ছিলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের ছাত্রলীগের ভাইয়েরা খুব সুন্দরভাবে এখানে দায়িত্ব পালন করেছেন৷