নারীরা শিক্ষিত হলে জাতি, সমাজ ও দেশ এগিয়ে যাবে-মংসুইপ্রু চৌধুরী অপু

23

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে এসআইডি-সিএইচটি প্রকল্পের ‘শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন’ কম্পোনেন্টের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নারী এবং নারী উদ্যোক্তাদের মধ্যে বৃত্তি এবং অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১২০ জন নারী উদ্যোক্তা ও ১০৬ জন ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে নারী ও মেয়ে শিশু ক্ষমতায়ন প্রকল্প’র প্ল্যানিং, মনিটরিং রিপোর্টিং অফিসার পাইউমং চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, দেশের অর্ধেক নারীদের পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব না। নারীরা শিক্ষিত হলে জাতি, সমাজ ও দেশ এগিয়ে যাবে।
বর্তমান সরকার নারীবান্ধব সরকার। বাংলাদেশের নারীদের সকল ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের জন্য নানান পদক্ষেপ হাতে নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, নারীবান্ধব সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা ও ইউএনডিপির ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রিয়তর চাকমা।