নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোজ শনিবার (২০ মে) “বি” ইউনিটের (জিএসটি) গুচ্ছভুক্ত সমন্বিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে ৯টি কেন্দ্রে মোট ৮ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন৷
এ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)’র শাখা ছাত্রলীগের উদ্যোগে ও কেন্দ্রীয় ছাত্রলীগ এবং স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা হাজী মোহাম্মদ মুছা মাতব্বর এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী মহোদয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আকিব মাহমুদ হাসান, হাসু দেওয়ান, মহিউদ্দিন মুন্না, বিজয় নিশান, মিলিন্দ চাকমা, মাহমুদুল হাসান এবং অন্যান্য নেতৃবৃন্দরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য “তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র”র আওতায় নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই কর্মসূচির মধ্যে ছিলো: তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থাসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করেছে সংগঠনটি।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের অনুরোধে স্থানীয় বিভিন্ন কলেজ এর শিক্ষার্থীরাও রাঙ্গামাটির বিভিন্ন স্থানে, মোড়ে ভলান্টিয়ার এর দায়িত্ব পালন করে৷ ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির প্রশংসা করে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন ছাত্রলীগের এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমরা খুব খুশি হয়েছি৷ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব দীপংকর তালুকদার এমপি মহোদয় এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা হাজী মুসা মাতব্বর মহোদয় এর দিকনির্দেশনায় আমরা ২০১৭ থেকে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে৷