আলীকদম সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

25

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামাঃ-আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত অঞ্চল হতে আগত আলীকদম মুরুং কমপ্লেক্সের বিভিন্ন ছাত্র ছাত্রীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
জানা যায়, আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন ডা: নুরুজ্জামান তূর্য এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পিং পরিচালিত হয়। এতে ছাত্র-৮০ জন, ছাত্রী- ৫০ জন সহ
সর্বমোট-১৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে মেডিকেল সহায়তা প্রদান ও মানবিক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও জানানো হয়।