নানিয়ারচর পুলিপাড়ায় ঐতিহ্যবাহী মহা সাংগ্রাই রিলং পোয়েঃ জল উৎসব

46

নানিয়ারচর প্রতিনিধিঃ-সাংগ্রাই মারমা এবং রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম, যা প্রতিবছর এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখে পালিত হয়ে থাকে যদিও এটি মারমাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তবে মারমা বা রাখাইনরাও নিজস্ব নিয়মে সাংগ্রাইয়ের মাধ্যমে বর্ষবরণ করে থাকেন।মারমাদের ক্ষেত্রে তাদের বর্ষপঞ্জী অনুসরারেই এটি পালন করেন।
মারমারা পুরনো বছরের শেষের দুই দিন আর নতুন বছরের প্রথম দিনসহ মোট তিনদিন কে মারমারা সাংগ্রাই হিসেবে পালন করে থাকে। তাদের পাঃংছোয়াই বা ফুল সাংগ্রাই, প্রধান সাংগ্রাই, পানি খেলা বা রিলং পোয়ে সাথে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে, এসময় তরুণ তরুণীরা আনন্দ করতে রিলং পোয়ে বা পানি খেলায় মেতে উঠেন।
প্রত্যেক বছর উৎসবে প্রাণে প্রাণে তৈরি হয় উচ্ছ্বাসের বন্যা। সম্মিলন ঘটে পাহাড়ে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর মানুষের। এটি মারমা জনগোষ্ঠীগুলোর তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব থাকলেও মাসবাপী মরমারা এই সাংগ্রাই উৎসব পালন করে থাকে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫এপ্রিল) সকালে পুলিপাড়া মাঠে ঐতিহ্যবাহী খেলাধুলা,পুরস্কার বিতরণ, পানিখেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি দীপংকর তালুকদার থাকার কথা থাকলেও তাৎক্ষণিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের জন্য উপস্থিত থাকতে পারেননি, এসময় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ত্রিদীব কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, মংউচিং মারমা, বাচিং মারমা, মন্টু মারমা, অ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু, অ্যাডভোকেট মামুন ভূইঁয়া, সাচিং মারমা, পাইসাপ্রু রোয়াজা, উথোয়াইচিং মারমাসহ পাড়াবাসী।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, পাহাড়েও থেমে নেই। এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিতে সকলকে অনুরোধ করেন।এসময় এলাকার ৫০টি পরিবার আওয়ামীলে যোগদান করেন।
এসময় আয়োজিত অনুষ্ঠানে মহাসাংগ্রাই রিলং পোয়ে খেলাধুলা, পুরস্কার বিতরন, পানি খেলা আনন্দে মেতে উঠেন।