ধর্ম চর্চায় বর্তমান প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় মডেল মসজিদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

89

লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা. এমপি। পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কল্যাণ মিত্র বড়ুয়া, পরিষদ সদস্য এমএ জব্বার, মংক্যাচিং চৌধুরী নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ প্রমূখ।
ধর্ম চর্চায় বর্তমান প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় মডেল মসজিদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, সকল সম্প্রদায়ের মেলবন্ধনে আনন্দ ভাগাভাগি করেই সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, এদেশ অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, দেশপ্রেম ও সাধারণ মানুষকে ক্ষুদা-দারিদ্রমুক্ত দেশের স্বপ্ন দেখেছিলো বলেই আজ বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ভাবে অগ্রসর।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা ও দুস্থদের মাঝে ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়।