নাইক্ষ্যংছড়ির তুমব্রু থেকে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা জব্দ

73

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ-নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পয়েন্ট থেকে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।
সোমবার (১০ এপ্রিল) ভোর রাত ৪টার সময় ঘুমধুমের কচুবুনিয়া নামক এলাকা থেকে এসব ইয়াবা টেবলেট জব্দ করে ৩৪ বিজিবি অধীনস্থ তুমব্রু বিওপির জোয়ানরা। যে গুলো মিয়ানমার থেকে ৩৪ নম্বর সীমান্ত পিলার হয়ে বাংলাদেশে পাচার হচ্ছিলো।
এ সময় গোপনে খবর পেয়ে বিজিবি টহল দলটি অভিযানে নামে ইয়াবার এ চালান ধরতে। অভিযান টের পেয়ে কারবারীদল ইয়াবা গুলো ছুটে ফেলে ছটকে পড়ে পার্শ্ববতী জঙ্গলের দিকে। ফলে আসামী আটক সম্ভব হয়রনি।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম বলেন, তার অধিনস্থ বিওপি দলগুলো সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। যেন চোরাচালান বন্ধ থাকে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশসহ চোরাচালান ঠেকাকে বিজিবি রাত দিন কাজ করছে।