ঝুলন দত্ত, কাপ্তাইঃ-সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় চলতি এপ্রিল মাসে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে ১ হাজার ৩ শত ৩১ জন পেলেন জনপ্রতি ১৫ টাকা করে ৩০ কেজি করে চাল।
এদিকে সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এপ্রিল মাসের খাদ্যবান্ধব কর্মসূচী পরিদর্শন করেন এবং উপকারভোগীদের হাতে চাল তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
এই সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্যন্য উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি ধরে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ। এই কর্মসূচীর ফলে এই অঞ্চলের দরিদ্র জনগণ উপকৃত হচ্ছে।
পরিদর্শনকালে ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, বড়ইছড়ি এলএসডি এর (খাদ্য গুদাম) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ জানান, কাপ্তাই উপজেলাতে এপ্রিল মাসে খাদ্য বান্ধব কর্মসূচিতে ডিজিটাল ডাটাবেজের অন্তর্ভুক্ত ১৩৩১ জন ভোক্তা এই কর্মসূচির আওতায় প্রতিজন ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল পাচ্ছেন। কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে এই কর্মসূচি চলমান রয়েছে বলে তিনি জানান।
এদিকে একইদিন সকাল সাড়ে ১০টায় বড়ইছড়ি বাজারে ওএমএস এর আওতায় দরিদ্র জনগণের মাঝে চাল বিতরণ কর্মসূচী পরিদর্শন করেন ইউএনও রুমন দে।