নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-উৎসবের শহর রঙ্গামাটির সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবী ও মুসলমানদের পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে রাঙ্গামাটির জনপদ উৎসবের নগরীতে পরিণত হয়েছে। উৎসবকে ঘিরে কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকলকে সজাগ থাকতে হবে।
রবিবার (৯ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় অতিথিরা এ আহবান জানান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি বিজিবি ও সেনাবাহিনী প্রতিনিধি, রাঙ্গামাটির প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি স্কউট কমিশনার নুরুল আবছারসহ আইন শৃঙ্খলা কমিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় রাঙ্গামাটি জেলা শহরে সার্বিক বিষয়ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।