নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পার্বত্য এলাকার নারীদের উৎপাদিত পন্য সামগ্রিকে আরো বেশি বাজারজাত করতে সূযোগ করে দিতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা। তিনি বলেন, নারীদের ক্ষুদ্র কুঠির শিল্পকে বেগবান করতে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসতে হবে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির ক্ষুদ্র কুঠির শিল্প করপোরেশন বিসিক রাঙ্গামাটি কার্যালয়ে ৫ দিন ব্যাপী মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় বিসিক রাঙ্গামাটির সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন, বিসিক রাঙ্গামাটির উর্ধতন কর্মকর্তা মোঃ ইদ্রিস হোসেন, ডিজাইনার রিমানা চাকমা, রাঙ্গামাটি উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা বেগম, বিসিক সমন্বয় কর্মকর্তা সুবাশিষ চাকমা।
মেলায় ৩৫ টি স্টলে রাঙ্গামাটির ক্ষুদ্র কুঠির শিল্পে উৎপাদিত পন্য স্থান পেয়েছে।