দীঘিনালায় দেড় হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

101

দীঘিনালা প্রতিনিধিঃ-দীঘিনালায় দেড় হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দীঘিনালায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে, আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাহাদাৎ হোসেন প্রমুখ।
এসময় উপজেলার দেড় হাজার কৃষকের মাঝে বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়।