চিৎমরম ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা

69

কাপ্তাই প্রতিনিধিঃ-রাঙ্গামাটির কাপ্তাইয়ের ৩নং চিৎমরম ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরীর সভাপতিত্বে এসময় বড়ইছড়ি এলএসডি এর (খাদ্য গুদাম) ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, পিআইও রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ইউপি সদস্য, ইউপি সচিব এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমন দে বলেন, শিশুর জন্মের পর হতে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে হবে, সেই ক্ষেত্রে জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও এর পাড়া কর্মী এবং গ্রাম পুলিশদের ভূমিকা রাখতে হবে।