রোয়াংছড়ি প্রতিনিধিঃ-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের টেকসই ঘর চাহিদা অনুযায়ি নির্মাণ করে দিতে মাঠ প্রশাসনের কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে লেখালেখি করে অবগত করতে হবে। উপকারভোগীরা যাতে মাচাং ঘরে নিচে অংশ অর্ধে আরসিসি পাকা পিলার করতে পারলে ৩০ বছারের জায়গায় ৫০ বছর টেকসই হবে।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি ও গৃহহীনদের নতুন নির্মিত ঘরে চাবি হস্তান্তর, সমাজসেবা অধিদপ্তর থেকে পাগলাছাড় অনাথালয়ে অনুদান চেক প্রদান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে কৃষি প্রণোদনা এবং উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড থেকে (বিআরডিবি) ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদে সভা মিলনায়তনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র এসব কথা বলেন।
শনিবার (১এপ্রিল) অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফর রহমান (ডিডিএলজি), উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মান্নান প্রমুখ।