জুরাছড়িতে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং ও মতবিনিময়

92

জুরাছড়ি প্রতিনিধিঃ-জুরাছড়িতে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ মূল প্রবন্ধ/বিষয়ে বস্তু পাঠ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সহকারি সার্জন মোঃ জুনায়েদ আহমেদ, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমার, উপজেলা প্রকৌশলী মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর প্রদান করেন।
এ সময় তিনি বলেন, আগামী ২২ মার্চ আশ্রয়-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান শুভ উদ্বোধন করবেন। তারই আলোকে জুরাছড়ি উপজেলায় ৭৫টি ঘরের মধ্যে ৭০টি সম্পূর্ণ ভাবে নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ৫টি দুর্গমতার কারণে জেলা প্রশাসকের কাছে ফেরত পাটানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, আগামীতে দুর্গম দুমদুম্যা ইউনিয়নে পাহাড়ি নকশায় নির্মানের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির আওতায় প্রান্তিক পর্যায়ের ভূমি ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হবে।