রাঙ্গামাটি মা মগদেশ্বরী মন্দিরে মহা বারুনী স্নান উৎসব অনুষ্ঠিত

26

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-উৎসব মুখর পরিবেশে রাঙ্গামাটি মা মগদেশ্বরী মন্দিরে মহা বারুনী স্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (১৯ মার্চ) সকাল থেকে রাঙ্গামাটি শহরের ফিসারী বাঁধ এলাকায় মা মগদেশ্বরী মন্দিরে সনাতনীরা পিতা মাতার ও নিকট আত্মীয় স্বজনের উদ্যোশ্যে তর্পণের মধ্যে দিয়ে বারুণী স্নান করছে।
পরে সকাল ৯টায় মন্দিরের মুল পূজা অনুষ্ঠিত হয়। সনাতন সম্প্রদারে নর নারীরা ফলমুল ও বিভিন্ন নৈবদ্য দিয়ে পূজা করেন।
অনুষ্ঠান উপলক্ষে গীতাপাঠ অনুষ্ঠিত হয়। গীতা পাঠ করেন গীতা পাঠক উত্তম আশ্চার্য্য। বিকালে ধর্মীয় সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের বিখ্যাত সংগীত শিল্পী শিমুল শীল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করেন। পরে মহা প্রসাদ বিতরণ করা হয়।