রমজান মাসে যদি কেউ বেশী লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বেশী রাখে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-মোহাম্মদ মিজানুর রহমান

57

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে পবিএ মাহে রমজানে সকল প্রকার দ্রব্যমূল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মাঠে নেমেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রোববার (১৯ মার্চ) দুপুরে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরূপাস্থ বাজার পরিদর্শন কালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্য যৌক্তিক পর্যায়ে রাখতে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। প্রতিটি দোকানে মুল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়াদার, সিনিয়র মার্কেটিং অফিসার সেলিম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছায়েদ, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বিপ্লব ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়াদার, সিনিয়র মার্কেটিং অফিসার সেলিম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছায়েদ, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বিপ্লব, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, আমি ব্যবসায়িদের সাথে কথা বলেছি। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল যথেষ্ট মওজুদ রয়েছে। ক্রেতা বিক্রেতা সকলের সমন্বয়ে রমজান মাসে সঠিক দামে দ্রব্যমূল বিক্রি করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। তিনি আরো বলেন, কেউ যেন অন্যায় ভাবে রমজান মাসে বেশী দামে মালামাল বিক্রি করতে না পারে সে জন্য জেলা বাজার মনিটরিং সেল ও বাজার কমিটিকে কাজ করতে হবে। রমজান মাসে যদি কেউ বেশী লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বেশী রাখে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।