প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সো মাধ্যমে দূর্গম বাঘাইছড়ি উপজেলায় মডেল মসজিদ উদ্বোধন

27

দিলীপ কুমার দাশ, বাঘাইছড়িঃ-সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে তৃতীয় ধাপে বাঘাইছড়ি মডেল মসজিদের পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলায় ৫০টি মসজিদ উদ্বোধন এর শুভ উদ্বোধন করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, গনপূর্ত বিভাগের কর্মকর্তা (এসি) একিউএম শাহজালাল, গনপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা অনন্ত কৌশলসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মান করতে ১২ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।