জীবন-জীবিকার তাগিদে বন থেকে পাহাড়ী সম্প্রদায়ের লাকড়ী সংগ্রহ

170

ছবি ও প্রতিবেদন, লিটন শীলঃ-পার্বত্য রাঙ্গামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাস করে পাহাড়ি সম্প্রদায়। এরা প্রকৃতির বিভিন্ন প্রতিকুলতার সাথে লড়াই করে যুগ যুগ ধরে পাহাড়ে বসবাস করে আসছেন। পাহাড়ে জুম চাষের পাশাপাশি এদের অধিকাংশ পরিবারই বন থেকে লাকড়ী সংগ্রহ করে পরিবারের রান্নার কাজে ব্যাবহার ও বাজারে বিক্রি করে জীবন যাপন করে। পাহাড়ের উঁচু-নীচু পথ বেয়ে বন জঙ্গল থেকে গাছের শুকনা লাকড়ী সংগ্রহ শেষে বাড়ী ফিরছেন তিনজন প্ররিশ্রমী নারী। ছবিটি রাঙ্গামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার বালুখাখীমুখ এলাকা থেকে তোলা।