রাজস্থলী যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

62

রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি উদযাপন করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ও রাজস্থলী থানা পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টার সময় উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শান্তনু কুমার দাশ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসেন প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির অফিসার আব্দুর ছাত্তার, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ক্যাসাচিং মারমা মিলন, হারাধন কর্মকার, মংএতি মারমা, ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার, ধনরাম কর্মকার, অংসুইচিং মারমা বিজয়, সুরেশ চন্দ্র তংচঙ্গ্যাসহ উপজেলা সরকারি বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।