বিলাইছড়িতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

62

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-বিলাইছড়িতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে। প্রথমে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের প্রামাণ্যচিত্র দেখানো হয়।
পরে উপজেলা হল রুমে (মঙ্গলবার) ৭ ই মার্চ উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নুর নবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন,উপজেলা প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা কর্মকর্তা নিত্যলাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দে সহ শিক্ষক ও ছাত্র ছাত্রী।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।